Textbook 2012 ( Read & Download ) Part- 05 - Korean Language Center MLC- Bogura

সংবাদ শিরোনাম

2022 সালের জেনারেল / স্পেশাল সিবিটির কোর্স শুরু হয়ে গেছে। ভর্তি ইচ্ছুক ছাত্রদেরকে যোগাযোগ করার অনুরোধ রইল। আপাতত, কোরিয়ান ভাষার বেসিক ধারণা নেওয়ার জন্য, উপরের ( মাই ইউটিউব ) বাটনে ক্লিক করে সরাসরি আমার চ্যানেলে প্রবেশ করুন।

30 November 2021

Textbook 2012 ( Read & Download ) Part- 05

2012 সালের প্রকাশিত টেক্সট বুকের 05 নাম্বার অধ্যায়টি, এখান থেকে পড়তে এবং ডাউনলোড করতে পারবেন। নতুন সেলফ্ স্টাডি টেক্সট বুক থাকতে এটা কেন পড়বেন ? উত্তর হলোঃ যেহেতু নতুন সেলফ্ স্টাডি টেক্সট বুক বলেন আর, 2000 প্রশ্নের প্রশ্ন ব্যাংক বলেন। কোনোটা থেকেও হুবহু প্রশ্ন দেওয়া হয় না। বলা হয়, অঘোষিত প্রশ্ন ব্যাংক থেকে প্রশ্ন করা হবে। সুতরাং, যেই পরিক্ষার্থী যত বেশি নতুন নতুন শব্দার্থ বা শূন্যস্থান কিম্বা গল্প গুলো আয়ত্ত করতে পারবে, সেই পরিক্ষার্থী তত ভাল ফলাফল করতে পারবে। সেই ক্ষাত্রে, এই বইটিতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় গুলো শিক্ষা দেওয়া হয়েছে, যেই বিষয় গুলো ভাল ভাবে শিখতে পারলে পরীক্ষায় ভাল ফলাফল করা সম্ভব। বিশেষ করে, স্পেশাল সিবিটির পরিক্ষার্থীরা এই বইটা থেকে অনেক উপকার পেতে পারেন। আপনারা যেন খুব সহজেই এই বই সহ কোরিয়ান ভাষা শিক্ষার সকল বই খুব সহজেই পড়তে পারেন, সেই চেস্টা সবসময় করে যাচ্ছি। আর সেই কারণে, প্রত্যেক অধ্যায়ের পুরো পিডিএফ ফাইল সহ তার নিচেই উত্তরসিট, এবং লিসেনিংয়ের সকল পার্ট ক্রমান্বয়ে দিয়ে দিলাম। আমার এই ওয়েবসাইটে একটু সময় নষ্টকরে, পুরোটা ঘুরে দেখতে পারেন। আপনাদের মত কোরিয়ান ভাষার শিক্ষার্থীদের জন্য অনেক কিছুই উপস্থাপন করেছি। আশা করি শিক্ষার্থীদের অনেক উপকার হবে।

No comments:

Post a Comment