Chapter Based Vocabulary Test- 31 - Korean Language Center MLC- Bogura

সংবাদ শিরোনাম

2022 সালের জেনারেল / স্পেশাল সিবিটির কোর্স শুরু হয়ে গেছে। ভর্তি ইচ্ছুক ছাত্রদেরকে যোগাযোগ করার অনুরোধ রইল। আপাতত, কোরিয়ান ভাষার বেসিক ধারণা নেওয়ার জন্য, উপরের ( মাই ইউটিউব ) বাটনে ক্লিক করে সরাসরি আমার চ্যানেলে প্রবেশ করুন।

03 November 2021

Chapter Based Vocabulary Test- 31

31 নাম্বার অধ্যায়ের শব্দার্থ গুলো প্রথমে ভাল ভাবে মুখস্থ করে, তারপরে এইখানে পরীক্ষা দিবেন। প্রত্যেক অধ্যায়ে আপনাদের অপরিচিত কিছু শব্দ পাবেন। ওইগুলোর অর্থসহ মুখস্থ করে, নিজে নিজেই খাতায় বেশি বেশি লিখবেন। তারপরে, আমার এই ওয়েবসাইটে এসে প্রত্যেক অধ্যায়ের পরীক্ষা দিয়ে নিজেকে যাচায় করতে পারবেন। 31-60 নাম্বার অধ্যায়ের শব্দার্থ গুলো একটু কঠিন, তাই মুখস্থ করে বেশি বেশি লিখতে হবে।

উচ্চারণঃ

প্রত্যেকটা শব্দার্থ মুখস্থ করার পূর্বে, তার সঠিক উচ্চারণ জেনে তারপরে মুখস্থ করবেন। তাছাড়া, একবার ভূল উচ্চারণ সহ শব্দার্থ মুখস্থ করলে পরে সেইটা সংশোধন করতে খুব কষ্ট হয়। আমার কাছে অনেক শিক্ষার্থী কিছু কিছু বর্ণের ভুল উচ্চারণ শিখে আসে। পরবর্তীতে ওগুলো সংশোধন করতে অনেক সময় লেগে যায়। তাই প্রথমেই সঠিক উচ্চারণ শিখে তারপর শব্দার্থ মুখস্থ করবেন।

মুখস্থঃ

কোরিয়ান ভাষা যেহেতু আমাদের মাতৃভাষা নয়, তাই এই ভাষার শব্দার্থ গুলোও আমাদের কাছে অপরিচিত। আর সেই কারণে এই শব্দার্থ গুলো মুখস্থ রাখাও দূরুহ বিষয়। বেশির ভাগ শিক্ষার্থীর একটাই প্রশ্ন, স্যার মুখস্থ করি কিন্তু কিছুক্ষণ পর আবার ভূলে যাই। এর থেকে পরিত্রাণের উপায় একটায়। শব্দার্থ গুলো মুখস্থ করার সময় কিছু নিয়ম মেনে দেখতে পারেনঃ 
 ক) শব্দার্থ মুখস্থ করার সময়, অল্প অল্প করে শব্দার্থ নিবেন। যেমন 3টা 5টা বা সর্বোচ্চ 10টা করে শব্দার্থ মুখস্থ করবেন। 
খ) মুখস্থ হবার পরে, কমপক্ষে 3-5 বার লিখবেন। 
গ) লেখার পরে ওই খাতা থেকে মোবাইলে ছবি তুলে রাখবেন। তারপরে, যখনি কোন শব্দার্থ মনে করতে পারবেন না তখন মোবাইলে দেখে নিবেন। 
ঘ) প্রত্যােক দিন পূর্বের পড়া শব্দার্থ গুলোকে পুনরায় একবার পড়ে নিবেন। তাছাড়া পূর্বের শব্দার্থ গুলো ভুলে যাবেন।

প্রয়োগঃ

কোরিয়ান ভাষার শব্দার্থ গুলো শুধু মুখস্থ করে রাখলেই চলবে না, তার প্রয়োগ করতে হবে। আর প্রয়োগ করতে হলে শব্দ গঠন জানতে হবে। কোরিয়ান ভাষার গ্রামার গুলো শিখে যখন প্রয়োগ করবেন, তখন এই শব্দার্থ গুলো আর ভুলে যাবেন না। শব্দ গঠন শেখার পরে বেশি বেশি শব্দ তৈরী করতে হবে। তারপর সেগুলো আপনার বন্ধুদের মধ্যে যারা কোরিয়ান ভাষা জানে তাদের সাথে শেয়ার করবেন। অথবা খাতায় লিখে আপনার শিক্ষকের কাছে নিয়ে যাবেন। আমার ইউটিউব চ্যানেলে কিছু গ্রামার দেওয়া আছে। উপরের মেনুতে "মাই ইউটিউব" বাটনে ক্লিক দিয়ে গ্রামার গুলো দেখে নিতে পারেন।
 

2 comments: